নিজস্ব প্রতিবেদক :: ডাচ্-বাংলা ব্যাংকের ২২০তম শাখা আজ রবীন্দ্র সরণি, উত্তরা, ঢাকা (হোল্ডিং নং ৩৩, রোড নং ১৫, সেক্টর # ০৩)-এ উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আবুল কাশেম মোঃ শিরিন আনুষ্ঠানিকভাবে ব্যাংকের এ শাখার উদ্বোধন করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও শিল্পপতিগণ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিন থেকেই ডাচ্-বাংলা ব্যাংকের অনান্য শাখার মত এ শাখাতেও অনলাইন ব্যাংকিং, এটিএম সার্ভিস, রিটেল, এসএমই এবং কর্পোরেট লোন, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং রেমিট্রেন্স সেবা প্রদান করছে।ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও সহিদুর রহমান খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ২০ ডিসেম্বর ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪