নিজস্ব প্রতিবেদক :: প্রচণ্ড গরমে অস্বস্তিতে পড়েছেন। মনে হচ্ছে সঙ্গে এসি (এয়ার কন্ডিশনার) নিয়ে চলতে পারলে খুব ভালো হত। তীব্র গরমে সঙ্গে সবসময় এসি রাখার বিষয়টি কি কখনও মাথায় এসেছে আপনার? যদি উত্তর ইতিবাচক হয়, তাহলে আপনার জন্য সুখবর আছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক ভিডিওতে দেখা গেছে, ওয়্যারেবল (পরিধানযোগ্য) এয়ার কন্ডিশনার নিয়ে কাজ করছে সনি। ইতোমধ্যে এটা নিয়ে একটা প্রকল্পও শুরু করেছে প্রতিষ্ঠানটি।
ভারতের প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, পেছনের দিকে থাকা ছোট একটি প্যানেলের মাধ্যমে গরম বের করে দেবে এবং শরীরকে ঠাণ্ডা করবে ছোট এই এসি। এর নাম রিয়ন পকেট। এটি আকারে স্মার্টফোনের চেয়েও ছোট হবে।
ছোট এই এসি ব্যবহার করতে বিশেষ ধরনের একটি টি-শার্টের প্রয়োজন হবে। টি-শার্টটি ডিভাইসের সঙ্গেই বিক্রি করা হবে। আরও মজা বিষয় হলো- এসির তাপমাত্রা স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
প্রতিবেদন বলছে, নতুন ধরনের এই এসির দাম হবে ১৩০ ডলার। এটা শুরুতে শুধু জাপানে বিক্রি হবে। পরবর্তীতে বিশ্বের সব বাজারে এটি ছাড়তে পারে কর্তৃপক্ষ। তবে ঠিক কবে এই এসি বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
বিডি প্রেস রিলিস / ২৭ জুলাই ২০১৯ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪