নিজস্ব প্রতিবেদক :: পাবনার শতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার। সোমবার সকালে লাইব্রেরির রিডিং রুমে এ কর্নারের উদ্বোধন করেন লাইব্রেরির সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন লাইব্রেরির মহাসচিব আব্দুল মতীন খান, কার্য নির্বাহী সদস্য ও অধ্যাপক শিবজিত নাগ, কাজী রফিকুল আলম, ডা. মনোয়ারুল আজিজ, আলী মর্তুজা বিশ্বাস সনি, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল হান্নান ও রবিউল ইসলাম চৌবেসহ লাইব্রেরির সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অঞ্জন চৌধুরী পিন্টু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের গ্রন্থাগার অধিদপ্তরের দেশব্যাপী এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সহায়তা করবে।
বিডি প্রেসরিলিস /২৮ মার্চ ২০২২ /এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪