Follow us

‘বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হতে যাচ্ছে ওয়ালটন’

 

নিজস্ব প্রতিবেদক :: ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি ২০২১’ আন্তর্জাতিক সম্মেলনে ‘বাংলাদেশ গোয়িং গ্লোবাল’ শীর্ষক সেমিনারে প্যানেল বক্তা হিসেবে কথা বলছেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি প্রকৌশলী মো. লিয়াকত আলী।‘বাংলাদেশ এখন ইলেকট্রনিক্স এবং কম্পিউটার পণ্যের গুরুত্বপূর্ণ বাজার। বিদেশি পণ্যের চেয়ে ক্রেতারা দেশে উৎপাদিত পণ্যে বেশি আস্থা রাখছেন।

পাশাপাশি বিশ্বজুড়ে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ইলেকট্রনিক্স এবং কম্পিউটার পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটন ৪০টিরও বেশি দেশে পণ্য রফতানি করছে। এখন ওয়ালটনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। সে লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ চলছে। আমাদের বিশ্বাস খুব শিগগিরই বিশ্বের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হতে যাচ্ছে ওয়ালটন।’

‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি-২০২১’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) প্রকৌশলী মো. লিয়াকত আলী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত ওই সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়। এতে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি দেশি-বিদেশি আইটি উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা অংশ নেন।

কংগ্রেসে ‘বাংলাদেশ গোয়িং গ্লোবাল’ শীর্ষক সেমিনারে প্যানেল বক্তা ছিলেন প্রকৌশলী মো. লিয়াকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। এতে টেকসই ডিজিটাল পার্টনারশিপ, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, বাংলাদেশে বিনিয়োগের সুবিধা, আইটি খাতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, বৈশ্বিক বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার সুযোগ এবং চতুর্থ শিল্প বিপ্লব-এর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

আইটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি হিসেবে ওয়ালটন ডিজি-টেকের ডিএমডি প্রকৌশলী মো. লিয়াকত আলী দেশে ইলেকট্রনিক্স এবং আইটি পণ্য উৎপাদনে ব্যাপক সম্ভাবনা এবং এই খাতে ওয়ালটনের সাফল্য তুলে ধরেন।তিনি বলেন, একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে দেশেই ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার এক্সেসরিজ এবং প্রিন্টেট সার্কিট বোর্ড উৎপাদন, বাজারজাত ও রফতানিতে উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে ওয়ালটন। চতুর্থ শিল্প বিপ্লবকে কেন্দ্রে রেখে ওয়ালটন কাজ করে যাচ্ছে।

দেশে দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনায় নিজস্ব উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগগুলোর সঙ্গে ওয়ালটন নিবিড়ভাবে কাজ করছে।সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরিফ, সাউথটেক লিমিটেডের সেলস ডিরেক্টর সাইয়েদা ওয়েদাদ কাদের এবং উল্কা গেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও জামিলুর রশিদ।

উল্লেখ্য, ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি ২০২১ (WCIT 2021)’ শীর্ষক ওই আন্তর্জাতিক সম্মেলনের প্লাটিনাম স্পন্সর ছিল ওয়ালটন।ক্যাপশন: ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি ২০২১’ আন্তর্জাতিক সম্মেলনে ‘বাংলাদেশ গোয়িং গ্লোবাল’ শীর্ষক সেমিনারে প্যানেল বক্তা হিসেবে কথা বলছেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি প্রকৌশলী মো. লিয়াকত আলী।

বিডি প্রেসরিলিস / ১৬ নভেম্বর ২০২১ /এমএম  


LATEST POSTS
সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

ডিবিএল সিরামিকস এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

এনবিএ’এর আয়োজনে সংবাদ উপস্থাপকদের নিয়ে কর্মশালা

Posted on নভেম্বর ৩rd, ২০২৪