Follow us

দ্বাদশ সংসদ নির্বাচন: মেয়র-চেয়ারম্যানরা যেসব কাজ করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক ::  কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোটপ্রাপ্তিতে প্রভাব বা সুযোগ তৈরি হয় এমন কোনো কাজ স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা করতে পারবেন না। একই রকম আদেশ মানতে হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও।আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ গত ১৯ নভেম্বর এ বিষযে একটি নির্বাহী আদেশটি জারি করে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের জারি করা আদেশটি নির্বাচনের পরবর্তী ১৫ দিন পর্যন্ত বলবৎ থাকবে।

স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো এবং এর কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনকালীন সময়ে দায়িত্ব এবং তারা কি কি করতে পারবেন না আদেশে উল্লেখ করা হয়েছে।সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত। এসব প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনকালীন সময়ের দায়িত্ব পরিস্কারভাবে আদেশে বর্ণিত হয়েছে।

আদেশে বলা হয়েছে, সিটি করপোরেশন, জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদ এমন কোনো উন্নয়ন স্কিম নিতে পারবে না, যা কোনো প্রার্থীর ভোটপ্রাপ্তি বা প্রচারণার পক্ষে ব্যবহৃত হতে পারে।একই কারণে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুদান বা অনুদানের প্রতিশ্রুতিও দিতে পারবে না। কারণ, এতে কোনো প্রার্থীর ভোটপ্রাপ্তি বা প্রচারণার কাজে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।

স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর কোনো অফিস, যানবাহন বা অন্য কোনো সম্পত্তি কোনো প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না; এমনকি মাশুল দিয়েও সেগুলি ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না।আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিরা তাদের পদমর্যাদা, সরকারি সুযোগ-সুবিধা কোনো প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহার করতে পারবেন না।

স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কোনো প্রার্থীর নির্বাচনী কাজে বা প্রচারণায় অংশ নিতে পারবেন না।আদেশ পালনে ব্যর্থ, শৈথিল্য প্রদর্শন বা অবহেলা করলে আইনানুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুসারে, প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর। অর্থাৎ নির্বাচনের ২১ আগে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা ভোটের দুদিন আগে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। আর ভোটগ্রহন হবে ৭ জানুয়ারি।

বিডি প্রেসরিলিস / ১০ ডিসেম্বর ২০২৩ /এমএম  


LATEST POSTS
মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪