নিজস্ব প্রতিবেদক :: শুরু হতে যাচ্ছে বাংলালিংক নেক্সট টিউবার রিয়েলিটি শো। দ্বিতীয় আসরে বেশ চমক থাকবে এটি নিশ্চিত করা হলেও নেই প্রথম আসরের বিচারক জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির।
আগামীকাল ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হবে এই প্রতিযোগিতাটির ২য় সিজন। বাংলালিংক ডিজিটাল ফেসবুক পেজে রিয়েলিটি শো নিয়ে অনেক প্রচারণা করা হলেও সেখানে প্রথম আসরের সালমান মুক্তাদিরকে দেখা যাচ্ছে না।
এবারের আসরে বিচারক হিসেবে থাকছে ইউটিউবার শৌভিক আহমেদ, তামিম মৃধা ও আসিফ বিন আজাদ। এ ছাড়া ফেসবুকের পোস্ট থেকে নিশ্চিত হওয়া গেছে এই আসরে আরো অনেক ইউটিউবার যুক্ত হয়েছে নেক্সট টিউবারে। থাকবে জাকি, টুম্পা, সাকিব, প্রান্তসহ আরো অনেক পরিচিত মুখ। এছাড়া বিচারকের দায়িত্বে আরো থাকবে অভিনেত্রী পূর্ণিমা ও অভিনেতা ইরেশ জাকের।
দেশের প্রতিভাবান ভিডিও কনটেন্ট নির্মাতাদের অন্বেষণের উদ্দেশ্যে চালু হওয়া এই অভিনব রিয়েলিটি শোর প্রথম সিজন দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়।
অত্যন্ত প্রতিদ্বন্দিতাপূর্ণ এই প্রতিযোগিতায় ভিডিও কন্টেন্ট নির্মাণে দক্ষতা দেখিয়ে বিচারকদের রায় ও দর্শকদের লাইকের ভিত্তিতে গতবার বিজয়ী হয়েছেন ইউটিউব চ্যানেল ফিউসান প্রোডাকশননের আহনাফ নাসিফ ও রাফিদ মাহাদী।
প্রথম আসরের বিজয়ী দুইজন ছাড়াও আরো অনেকেই এই আসরের বিভিন্ন দায়িত্বে থাকবে। নেক্সট টিউবার প্রতিযোগিতা একমাসের বেশি সময় নিয়ে অনুষ্ঠিত হবে।
(বিডি প্রেস রিলিস/১৯ সেপ্টেম্বর ২০১৮/এসএম)
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪