নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সিনেপ্লেক্স ও নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘স্কেচিং উইমেন ওয়ার্ল্ড অফ ওয়ার্ক’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান। ২৩ এপ্রিল কেয়ার বাংলাদেশ এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও আইএলও কান্ট্রি ডিরেক্টর তুইমো পুতিয়েনেন, জাতিসংঘের নারী প্রতিনিধি শোকো ইশিকাওয়া, কেয়ার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জিয়া চৌধুরীসহ অন্যান্যরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে প্রথিতযশা চিত্র শিল্পী, জনাব মনিরুল ইসলাম ও বিশিষ্ট ফটোগ্রাফার মো. রাকিবুল হাসান উপস্থিত ছিলেন। ফটোবুক প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে বিভিন্ন কর্মসূচিতে নারী শ্রমিকদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অবদান, চ্যালেঞ্জ এবং কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
প্রদর্শনীতে ১৬ জন মহিলা আলোকচিত্রীর ৬২টি ফটোগ্রাফ প্রদর্শিত হয়। কেয়ার বাংলাদেশ পরিচালিত প্রদর্শনীটি আইএলও কনভেনশন প্রচারণার অংশবিশেষ হিসেবে অনুষ্ঠিত হয় যার উদ্দেশ্য নারী শ্রমিকদের জন্য হয়রানি ও সহিংসতা মুক্ত কর্মক্ষেত্র সৃষ্টি।
জুন মাসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সম্মেলনে এই নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নে প্রস্তাবটি উত্থাপিত হবে। যদি সকলে সম্মত হয় তাহলে লিঙ্গ-ভিত্তিক সহিংসতাসহ নারীদের কর্মস্থলে সহিংসতা ও হয়রানির অবসান ঘটাতে এটি বিশ্বের প্রথম চুক্তি হবে।
বিডি প্রেস রিলিস/ ২৭ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪