Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‌‌‌‘ফিন্যান্সিয়াল লিটারেসি ও ব্যাংকিং ক্যারিয়ার’ শীর্ষক স্টুডেন্ট ব্যাংকিং রোড শো’র আয়োজন করেছে পদ্মা ব্যাংক লিমিটেড।বুধবার রাজধানীর প্রগতি সরণি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোড শোর উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। পদ্মা ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ধরনের আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীদের চাকরির সাক্ষাৎকার ভীতি কেটে যাবে। শুধু চাকরি নয়, যেকোনো কাজে উপকৃত হবে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের একাউন্ট ওপেনিং, সঞ্চয়, বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের ফাইল প্রসেসিং করতে প্রয়োজনীয় কাগজপত্র, কাভার লেটার, সিভি লেখা এবং চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় এই রোড শো।পদ্মা ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্স অফিসার এম আহসান উল্লাহ খান কাভার লেটার লেখা ও চাকরির ইন্টারভিউ দেয়ার খুঁটিনাটি কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। স্টুডেন্ট ব্যাংকিং রোড শোর মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন পদ্মা ব্যাংকের হেড অব সেগমেন্টস নাফিসা আরা। তিনি মানি ম্যানেজমেন্ট, সঞ্চয়, বিদেশে উচ্চ শিক্ষার জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া প্রশ্ন উত্তর পর্বে হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং রকিবুল হাসান চৌধুরী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

রোড শোতে শিক্ষার্থীদের ছিল সরব উপস্থিতি। আয়োজনের জন্য পদ্মা ব্যাংক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা। আগামীতে এমন আয়োজন আরো করার পাশাপাশি প্রতীকী সাক্ষাৎকার আয়োজন করে সাক্ষাৎকার ভীতি কাটিয়ে উঠতে সহযোগিতা করার অনুরোধ করেন তারা।অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর জহুরুল আলম, স্কুল অব বিজনেসের প্রধান এস এম আরিফুজ্জ্বামান শুভেচ্ছা বক্তব্য রাখেন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর রাশেদ উর রহমান-সহ অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রোড শোতে অংশ নেয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

বিডি প্রেসরিলিস / ১৬ নভেম্বর ২০২২ /এমএম    


LATEST POSTS
মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪