নিজস্ব প্রতিবেদক :: পরিবেশকদের নিয়ে ওমেরা এলপিজির ভিন্নতর আয়োজন ‘ইন্টারেকশন উইথ দি গ্রুপ চেয়ারম্যান’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরি। অনুষ্ঠানটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘পার্টনারশীপ ফর সাকসেস’।
অনুষ্ঠানে আজম জে চৌধুরি প্রতিষ্ঠানটির সর্বস্তরে বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রয়াশ বজায় রাখতে সবাইকে উদ্বুদ্ধ করেন। এছাড়াও সকলকে নিয়ে বাংলাদেশের এলপিজি ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে নিজ নিজ জায়গা থেকে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানজিল চৌধুরি, ওমেরা পেট্রোলিয়াম ও ওমেরা সিলিন্ডারের সিইও শামসুল হক, চিফ ফাইনান্সিয়াল অফিসার আক্তার হোসেইন সান্নামাত, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং কাজী আশিকুর রহমান ওমেরা এলপিজির বিক্রয় প্রতিনিধি ও সারাদেশের সকল পরিবেশকমণ্ডলীসহ আরো অনেকে।
(বিডি প্রেস রিলিস/৫ এপ্রিল/এসএম)
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪