বাংলাদেশে পরিবেশবান্ধব যানবাহনের প্রসারে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এডিসন ও টেইলজি।আচ্ছা ভাবুন তো, সারা সপ্তাহে নিশ্চিন্তে বাইক চালালেন, তেল নিয়ে টেনশন নেই এমনকি নেই প্রতিদিন হিসাব করে চার্জ দেয়ার টেনশন। সপ্তাহে মাত্র ১ বার চার্জ দিয়ে সারা সপ্তাহে প্রায় ১২০ কিলোমিটারের ও বেশি চলাচল করতে পারবেন। কিন্তু এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। এডিসনের টেইলজি ই-মোটরসাইকেল নিয়ে এসেছে এই অবিশ্বাস্য সুযোগ। বাংলাদেশে পরিবেশবান্ধব যানবাহনের প্রসারে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এডিসন ও টেইলজি। এই দুই কোম্পানীর যৌথ উদ্যোগে শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে টেইলজি ব্র্যান্ডের ইলেকট্রিক মোটরসাইকেল যা দেশের পরিবহন ব্যবস্থাকে আরো টেকসই করতে এবং জ্বালানির উপর নির্ভরতা কমাতে সক্ষম হবে। এডিসন:…
Social Counters
Editor : Shariful Haque
All Rights Reserved © BDPressRelease 2017-2024
Gulshan-2, Dhaka, Bangladesh.
Phone: +88 01670 947645
E-mail: bdprnews@gmail.com
নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন